বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১৮ মার্চ ২০২৫ ২২ : ৪২Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আইপিএলের নিলামে বিক্রি হন বৈভব সূর্যবংশী। ১৩ বছরের বিস্ময় বালককে ১.১০ কোটিতে কেনে রাজস্থান রয়্যালস। আইপিএলের প্রাক্কালে তাঁকে নিয়ে পরিকল্পনা খোলসা করল রাহুল দ্রাবিড়ের দল। গতবছর ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটে আধিপত্য দেখান সূর্যবংশী। সর্বকনিষ্ঠ ভারতীয় ক্রিকেটার হিসেবে লিস্ট এ-তে অর্ধশতরান করেন। আন্তর্জাতিক মঞ্চেও রয়েছে রেকর্ড। চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কনিষ্ঠতম ভারতীয় হিসেবে শতরান করেন। প্রতিভাবান ক্রিকেটারের প্রশংসা করেন রাজস্থান রয়্যালসের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর। বিশ্বাস করেন, পরিশ্রমের সাহায্যে একদিন আরও ওপরে উঠবেন বৈভব। তবে পাশাপাশি জানিয়ে দেন, আইপিএলে অভিষেকের জন্য অপেক্ষা করতে হবে তাঁকে। সবটাই নির্ভর করবে দলের স্ট্র্যাটেজির ওপর।
মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে বিক্রম রাঠোর বলেন, 'আমি জানি না ওকে ব্যবহার করা হবে কিনা। স্ট্র্যাটেজির ওপর নির্ভর করবে। প্রতিপক্ষ এবং পিচও ফ্যাক্টর হবে। আমরা ওকে নিয়েছি কারণ ও স্পেশাল প্লেয়ার। ওর ক্ষমতা আছে। ওর বয়স হয়তো কম। তবে এত অল্প বয়সে কোনও ক্রিকেটারের মধ্যে আমি এত পাওয়ার দেখিনি। আমি নিশ্চিত, পরিশ্রম করলে ও বড় প্লেয়ার হবে।' রাহুল দ্রাবিড়ের সঙ্গে ভারতীয় দলেও কাজ করেছেন রাঠোর। তাঁদের যুগলবন্দিতে গতবছর টি-২০ বিশ্বকাপ জেতে টিম ইন্ডিয়া। তারপরই রাজস্থান রয়্যালসে যোগ দেন দ্রাবিড়। তারপর সেপ্টেম্বরে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হন রাঠোর। এই জুটিতে এবার সাফল্য দেখছে রাজস্থান। রবিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে যাত্রা শুরু করবে রাজস্থান।
নানান খবর

নানান খবর

রোহিত নয়, হার্দিকের অনুপস্থিতিতে ধোনিদের বিরুদ্ধে নেতৃত্ব দেবেন এই তারকা ক্রিকেটার

বুমরার না থাকা বড় চ্যালেঞ্জ, বিকল্প খুঁজতে কালঘাম ছুটছে হার্দিকদের

নিরাপত্তা ব্যবস্থার অভাবে পিছিয়ে যেতে পারে কেকেআর-লখনউ ম্যাচ

পন্টিংয়ের সঙ্গে জুটি বাঁধতে পেরে খুশি, পাঞ্জাবে কত নম্বরে ব্যাট করতে চান শ্রেয়স?

আবার আত্মত্যাগ, আইপিএলে নতুন দলের হয়ে কত নম্বরে নামবেন রাহুল?

আবার আত্মত্যাগ, আইপিএলে নতুন দলের হয়ে কত নম্বরে নামবেন রাহুল?

কেন আবার আরসিবির নেতৃত্ব নিতে রাজি হননি কোহলি? খোলসা করলেন ডি'ভিলিয়ার্স